আমার দু’চোখে এক গভীর আশ্চর্য্য বোধ
এখন যেন তা এক গভীর আশংকার মেঘ
ও কোনও নতুন সংকেত
যখন নিবিড়তায় খুব একাত্ম হতে চাই
যেন যে কারও সম্পর্কের পাশে জেগে থাকে
প্রশ্নচিহ্নের মতো চোখ
আমি সেই প্রশ্নচিহ্ন ঘিরে যত রকম কথাবার্তা
আর যত ভীষণরকম প্রশ্নের ভেতর ঢুকি
সেখানে কোনও বর্ণমালা নেই,শব্দ নেই
সব কিছু সেখানে অদ্ভুতঞ সংকেত-ভাষাতেই
সংকেতগুলোকে অবাক হয়ে দেখি
তীক্ষ্ণ তির্যকে নিবিড়তাকে তীব্র কটাক্ষ করতে
তবুও ওই নিবিড়তায় মনের অমোঘ টানে
জীবনের অনন্ত স্রোতের উজানেই ভেসে যাই
প্রয়োজনে মুখোমুখি হই আরও যে কোনও প্রশ্নের
তারপর শুধু অপেক্ষার প্রারব্ধ মুহূর্ত যাপন
তারপর একদিন নিশ্চিত সম্পন্ন সময়ে
মাথা উঁচু করে কেবল প্রসন্ন সংলাপ ।