নিভৃতে ঘটে চলে নিরন্তর সময়ের পালাবদল
অহং ইর্ষা সর্বত্র স্বপ্নের উত্তরণের অন্তরায়,
আসেনা ফিরে উপেক্ষিত প্রতীক্ষার সেই মাহেন্দ্রক্ষণ
সবাই সুযোগ খোঁজে আঁধারের পথে আলোছায়ার।
পাখি উড়ে চলে নির্দ্বিধায় দূর নীল দিগন্তে
ডানায় ভর করে দেয় উড়ান আত্মবিশ্বাসী মনের জোরে,
ভবিষ্যত প্রজন্মের জন্য ফিরে আসে কুলায় দিনের শেষে,
বাঁচার তাগিদে ক্রমশ ক্ষীণ হয়ে আসে যাবতীয় প্রতিবন্ধকতা……..
আত্মতুষ্টি আর অহমিকার বেড়াজালে ব্যস্ত
সোনার তরী বয়ে চলে মাস্তুল বিহীন আপন খেয়ালে
সুসময়ে বুদ্ধির বিভ্রম ঘটে চোখে ঠুলি এঁটে
কর্মফলই শুধু জীবন গড়ে অনুতাপ হীন ।
নিজের উপরই থাকে সংযমের বলিষ্ঠ অংকুশ
স্পর্ধার সীমারেখায় দৃঢ় হোক নিয়ন্ত্রণ,
সরলরৈখিক জীবন বয়ে চলুক আপন ছন্দে
সোপান ছুঁয়ে ঠিক ছোঁবে উৎকর্ষের শীর্ষবিন্দু………..