নানা রঙে সেজেগুজে
ঋতুরা সব আসে,
মন ভোলানো চোখ জুড়ানো
নানা ছবি ভাসে।
আম কাঁঠালের মিঠেল ঘ্রাণে
গ্রীষ্মরাজা এলে,
প্রখর খরা রোদ্দুরের তাপ
দেয় যে ডালি মেলে।
বর্ষারানীর পায়ের নূপুর
ঝুমুর ঝুমুর বাজে,
নদী তীরে কাশ ফুলেরা
শরৎ এলে সাজে।
হলুদ বরণ সোনার ধানে
হেমন্ত রোদ হাসে,
সুখের ছোঁয়া ছড়ায় তখন
বাংলার মাঠে ঘাসে।
হিম কুয়াশায় মুখটি ঢেকে
আসে শীতের বুড়ি,
কুহু কুহু কোকিল ডাকে
বসন্তের নেই জুড়ি।