শ্রাবণ মেঘের চিঠি আসে বাদল ধারার খামে,
ঝিরিঝিরি আকাশ বেয়ে ভুবন পুরের ধামে।
যেথায় বসে সজল চোখে থাকি জানলা ধরে ,
রসিক বাদল খুনশুটিতে হামলে মুখের পরে।
বৃষ্টি ধারার মিষ্টি ঘ্রাণে স্মৃতির মধুর ছোঁয়া,
শ্রাবণ দিনের কত কথায় মনটা বৃষ্টি ধোঁয়া।
আনমনা মন কালো মেঘে দেখে মৃদু হাসে
স্মৃতির পাতা এলোমেলো চোখের পরে ভাসে।
পড়ছে মনে সুজন সনে প্রথম দেখার ক্ষণে,
আড়চোখেতে দুষ্টুমিতে শিহরণের সনে।
বৃষ্টি ভেজা কদম ফুলের গুচ্ছ হাতে দিয়ে
বলেছিলে,ভালোবাসি তোমায় আমি প্রিয়ে।
বকুল ফুলের সুবাস ঘেরা স্মৃতি আজো তাজা,
আমার বুকে তোমার ছবি অমলিন যে রাজা!
তোমার দেওয়া অঙ্গুরী গো অনামিকায় শোভে,
ব্যথার অশ্রু গড়ায় আমার বিধির উপর ক্ষোভে।
শ্রাবণ মেঘের বার্তা পাঠাই মনের দুয়ার খুলে,
তারার দেশে গিয়ে বুঝি আমায় গেছো ভুলে!
তোমায় ছাড়া শূন্য সকল হারায় সকল গীতি,
শ্রাবণ মেঘের ধারার মাঝে খুঁজি তোমার প্রীতি।