ঝমঝমিয়ে শ্রাবণ ধারা
ঝরছে ধরার পর,
অঝোর বৃষ্টি বিবশ দৃষ্টি
মুগ্ধ মনের চর।
কাদম্বিনী আকাশ বুকে
সঘন ডাকে বাজ,
বজ্র নিনাদ রুদ্র রোষে
প্রভঞ্জনের আজ।
মেঘের পরে মেঘ জুটেছে
বিজলী খেলে যায়,
বৃষ্টি ভিজে কদম কেয়া
পাপড়ি মেলে তায়।
শ্রাবণ ধারায় মাঠ ভেসে যায়
চাষির বুকে সুখ,
বীজ রোপনে সোনার ধানে
ঘুচবে অভাব দুখ।
শ্রাবণ ধারায় সিক্ত কবি
সৃষ্টি সুখে সাজ,
অপরূপা শ্রাবণ কথা
রচবে কাব্য মাঝ।