অঝোর ধারায় ঝরলে তুমি আজ
ভিজিয়ে দিলে আমার রঙিন সাজ
তোমায় দেখে মুগ্ধ আমার দৃষ্টি
মুশলধারায় নামল শ্রাবণী বৃষ্টি।
বিন্দু বিন্দু কাঁচের জানালায়
ফুটিয়ে ছবি নিলে আশ্রয়
দিলে ক্ষণিক সুখ মোহময়
নিজেই থাক শুকিয়ে সেথায়।
বনবীথি তোমার ছোঁয়ায় ছন্দছাড়া
মুহূর্তে আমিও হলাম আত্মহারা
বাঁচে সবুজ তোমার ভালবাসায়
অনাবৃষ্টি অতিবৃষ্টি আমাকে ভাবায়।