সময়ের শরীর বেয়ে নেমে আসছে ফাল্গুনের নদী
মুক্তমনা বাতাসের পালে লেগেছে ময়ূরপঙ্খী হাওয়া
তিরতির করে জেগে উঠছে হারিয়ে যাওয়া
পৃথিবীর খনিজ স্মৃতির শৈশব
এরপর
কবিতার অক্ষরশালায় বিশ্রামের পরিবর্তে
বিশ্বাসভঙ্গের বিচিত্র আগুন জ্বলে ওঠে
একটার পর একটা সংবাদ দৃশ্যে
ব্যক্তি বিবেকব্যূহ দলা পাকিয়ে
সমষ্টির দূষণ প্রতিনিধি হয়ে পোড়ে ও পোড়ায়
সম্ভাবনার শুরুর মহাপ্রলয়
সভ্যতার শেষ রোদ ডুবে যাওয়ার আগে
এসো প্রিয় শব্দমন্ডলী
আর একবার শ্রমিক স্বপ্নের চোখে
আরোগ্যের চৈতন্যসেতু এঁকে যাই