যে বঙ্গে শ্যামলী বর্ণের মেয়ে,বাবা-মার চিন্তার কারণ !
যে বঙ্গে শ্যামলী বর্ণ বলে,লজ্জায় মৃত্যু করছে বরণ !
যে বঙ্গে বর্ণ বিদ্বেষ এখনো মননে করে রাজ !
তাহাই আদর্শ শ্যামলী বঙ্গ আমি তা মানতে নারাজ l
রূপের সৌন্দর্য্যে যে বঙ্গে গুণীর কদর কম !
রূপের মোহে ভুলি সকলে সমাজের লজ্জা-সরম l
যে বঙ্গে শ্যামলীরা সহ্য করে আজও লাঞ্ছনা-গঞ্জনা
সেই বঙ্গ কতটা শ্যামলী বঙ্গ আমার রইলো অজানা l
যে বঙ্গে প্রকৃতিকে শ্যামলীরূপে পূজোয় করি পুষ্প বর্ষণ,
সেই বঙ্গেই রাতের অন্ধকারে অগণিত শ্যামলীর হচ্ছে ধর্ষণ l
যে বঙ্গে স্বনির্ভর রোজগারের শিক্ষায় শিক্ষিত হচ্ছে নারী,
সেই বঙ্গেই পরিবারের অভাবে শ্যামলী পণ্য রূপে বিকোচ্ছে সারি সারি l
যে বঙ্গের বাতাসে শ্যামলীদের হৃদয় দগ্ধের পাই ঘ্রাণ,
সেই বঙ্গেই মৃদু পবনের ছোঁয়া উপভোগ করি অম্লান l
হয়তো এই যুক্তিহীন বিষন্নতা ঘিরে হৃদয় মাঝে ত্রাস,
শিক্ষা, বুদ্ধির বলে আদর্শ শ্যামলী বঙ্গ গড়ার রইলো আশ্বাস ll