যেখানে বাঁধভাঙা উচ্ছ্বাস জলপ্রপাতের মতন
নামছে ধেয়ে হৃদয়ের সবখানটা জুড়ে,
সেখানেই বাঁচার ইন্ধন তেমনিভাবেই বহমান।
যত কলুষ ধুয়ে মুছে সাফ হয়ে গেলে
কত হালকা পলকা হবে মন জীবন যৌবন।
জেগে ওঠে চলমান সড়ক স্বাভাবিক সাবলীলভাবে,
জেগে থাকে সুহানা সফরের দৃষ্টান্ত যখন।
গুণগুণিয়ে অলিরা সানন্দে ভীড় জমায় চারপাশে,
বদ্ধ দরজাও নিমেষে খোলে হাট্ যেন নন্দনকানন।
এখানেই যত বিষাদের ঘটনা উধাও বিনা তরাসে
এখানেই আলোক-ছটায় ভালবাসা খিলখিলিয়ে হাসে।
তবুও সন্তর্পণে পা ফেলা জরুরী কাজের ভেতর,
ভাবনায় এগোলে বিপদের ঠোঁটে বিষন্ন হাসি অবশেষে।
আগুনের আগ্রাসনে আবর্জনাগুলো জ্বালিয়ে পুড়িয়ে
বেঁচে উঠি মানুষের মতন মানুষ হয়ে পিদিম জ্বেলে।