আজ শেয়াল মামার হবে নাকি বিয়ে!
নিতবরটি সেজেছে তুতো ভাই টিয়ে।
শেয়াল আর খেঁকির শুভ পরিণয়
ঝমঝমিয়ে বৃষ্টি, পায় ওরা ভয়।
ভোজে অঢেল খাওয়া বনে হইচই
টিয়ার খালি বায়না খাবে টক দই।
বাসরেতে খেঁকিপিসি কাশে খকখক।
শেয়ালের রসিকতা আঙ্গুর টক!
শেয়াল গান ধরেছে বিদঘুটে সুর
টিয়াপাখি সুরা খেয়ে নেশাতেই চুর।
খেঁকশিয়াল করে কি কেশে কেশে মরে
শেষমেষ সবাই তো বিরক্ত ঘরে।
নেশার ঘোরেতে টিয়া কাঁদে দেখি শুধু
খেঁকি জিজ্ঞেস করে খাবে তুমি মধু?
মধু খেয়ে টিয়াপাখি খিলখিল হাসি
তার নাকি সম্বল মামা আর মাসি।
বাসরঘরে ঘুমায় সব নাক ডেকে
দেখব অসম বিয়ে কতদিন টেকে।
বিদায় বেলায় দেখি খেঁকির কান্না
খেঁকি জানে না কিছুই রান্না বান্না।
শ্বশুরবাড়িতে খেঁকি চুপচাপ থাকে
ভাবছে মনের কথা বলবে যে কাকে।
কালরাতে দুজনার মুখ দেখা মানা
পাহারাতে আছে এক শেয়ালের ছানা।
পরেরদিন সকালে শেয়ালের কাজ
খেঁকির ভাতকাপড় দিতে হবে আজ।
হঠাৎ টিয়াপাখিটা উড়ে দেখি আসে
মামা মামী একসাথে তাই শুধু হাসে।