সৃষ্টি গেছে বেনো জলে দেখি আজ ভেসে,
দিন গত পাপ ক্ষয়ে কাটে কাল হেসে,
শক্তি তবু বেঁচে আছে মুক্ত শ্বাসে মিশে;
সুখ নেই তাই চিন্তা বেশি চার দশে দিশে।
সৃষ্টি হারা দৃষ্টি কাঁদে সীমা হীন পাড়ে,
সাঁঝ নামে তাই ভয়ে কাঁপি ঘরে ঘরে,
শীত শেষে ওই শুষ্ক পত্র যাচ্ছে ঝরে;
নব রূপে তাই সেজে ধরা জয় করে।
অন্য মনে তাও হর্ষ বিনা ভয় নামে,
মিথ্যা কায়া ব্যস্ত করে দিবা নিশি যামে,
স্বপ্ন ছুঁয়ে কাব্য কই নীল রাত্রি খামে!
চক্ষু কোণে শুধু তাই অশ্রু কণা জমে।
ছিন্ন করে যেতে হবে এই মর্ত্য কায়া,
জানি ধরা মাঝে সব কিছু শুধু মায়া।।