হে ঈশ্বর আমি শুধু তোমায় চাই
শুধু তোমায়।
এ জগতে কোনোকিছুই চিরস্থায়ী নয়
আজ আছে কাল নেই।
কিন্তু তুমি —-
তুমি তো এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিরও আগে থেকে আছ।
তোমায় জীবনে একবার পেয়ে গেলে আর হারাতে হবে না
তাই আমি শুধু তোমায় চাই
হে ঈশ্বর শুধু তোমায়।
হে ঈশ্বর আমি শুধু তোমায় চাই
শুধু তোমায়।
এ জগতে কোনোকিছুই চিরস্থায়ী নয়
আজ আছে কাল নেই।
কিন্তু তুমি —-
তুমি তো এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিরও আগে থেকে আছ।
তোমায় জীবনে একবার পেয়ে গেলে আর হারাতে হবে না
তাই আমি শুধু তোমায় চাই
হে ঈশ্বর শুধু তোমায়।