একটা জাতির বিবেককে খুঁজে ফিরি
জানালা বন্ধ ,মুখ কেন – অবরুদ্ধ ?
এত অন্ধকারেও তুমি সেজে চলেছ –
নতুন রূপায়ণে।
বহিরঙ্গে বাটোয়ার চলছে-
মঙ্গলঘট উল্টে দিয়েছো স্বার্থের সংঘাতে।
ভুঁইফোড় কিছু ঘটনা তোমাদের একতাকে খানখান করে,
নিরপেক্ষতা শব্দটাই খুঁজে চলেছি সকাল থেকে রাত।
বহিরঙ্গে আনন্দে চালাও মৈথুন-
ফিনকি দিয়ে ছোটে রক্তস্রোত ।রসকলির দীর্ঘশ্বাস।
নিরবিচ্ছিন্ন হাসি দেখতে চেয়ে বিফল মনোরতে
মৃত্যুদিন পালন করেই চলেছি জন্মদিনের স্থলসিক্ত।
একটা মেঘবলিকার গল্প হোক
একটা সকালকে বুকে তুলে আদর করতে মন চায়।
অভিমান ভুলে এসো ভালোবাসা বিলিয়ে-
আসন্ন বিপর্জয়কে বিদায় জানাই।
তুমি কি পংক্তি সাজাও অক্ষর বিন্যাসে?
একবার অন্তত শত্রুতা ভুলে পংক্তিভোজনে তোমাকে চাই।