শুধু একটা বিন্দুতে দাঁড়িয়ে আছে অন্ধকার !
রাস্তায় দুলছে আলোগুলো
মায়া ত্যাগ করে পশ্চিম দিকে হাঁটছে ক্ষীণ হয়ে আসা জীবনটা
বার্ধক্যের পাশে দাঁড়ালে শোনা যায় শৈশবে পাওয়া ডাকনামগুলো۔۔۔۔
“গোপাল , লক্ষী অথবা পেঁচা “!
মায়া বলতে তো শুধু অকারণ ব্যস্ততা,অথবা একটুকরো আলস্য কিম্বা একমুঠো আদিখ্যেতা ۔۔۔۔۔۔
যাওয়ার কথা ছিলো ভুল রাস্তায় ,
অথচ আমি এখন বকুলগাছের নিচে দাঁড়িয়ে ۔۔۔
ঝড় উঠবে হয়তো এখনই !
একটা বিন্দুতে দাঁড়িয়ে আছে অন্ধকার !
ভুল মানুষগুলো মুখ ফিরিয়েছে ۔۔۔
শহরময় ঘুরছে শুধুই চাকা ,
জলে দল বেঁধে ডিম পেরেছে শামুকের সারি !
ইতিহাসের আদম ইভ ফুটন্ত আগ্নেয়গিরি মুখে নিয়ে ছিঁড়ছে পাতাগুলো !
চোখ ভর্তি ধুলো , কপালময় রক্ত ۔۔۔
যেতে চাই ! যেতে চাই !
ইহকালের আত্মাদের কোনো ভয় থাকে না ,
তবুও আমি ভয় পাই !
ছুটে যাই নদীর কাছে ۔۔۔
সেখানে কাঁপছে ঢেউগুলো ,
আসলে আমার কিছুই পাওয়ার নেই !
শুধু একটা বিন্দুতে দাঁড়িয়ে আছি আমি ۔۔۔۔
মাটি ছোঁয়া যে বারণ ঈশ্বরীর !