অরণ্যের চারপাশে ছড়িয়ে থাকা নিষিদ্ধ জ্যোৎস্নায়
গাঢ় হয়ে উঠছে নিরিবিলি নির্জনতা
হঠাৎ নিভে যাওয়া বিজলি বাতির আলোর মতো
চোখ বুজে যাওয়া অন্ধ স্তব্ধতা
ক্রমশঃ ঝুঁকে আসে তার নিভৃত ছায়া
ও সুর সমাহিত তার অদ্ভুত স্বর
আর গড়িয়ে যেতে থাকে গভীর উদ্বেগের ভেতর
মনে হয় উৎকন্ঠার ফল্গু স্রোতে ভেসে আসে
নির্বেদ দিন ও রদ্ধশ্বাস মুহূর্ত
সে সব চিহ্নিত করে একে একে
গভীর উদ্বেগের ভেতর থেকে নামিয়ে আনো
পথের ধুলোয়…নামিয়ে আনো একে একে
যাপনের নির্মম সত্যের শব্দ ও অক্ষরে
জাগিয়ে তোল জীবনের যত আকুলতা
স্বজন কিনা জানিনা
সুজন ভেবেই এই অন্তহীন সংযোগ ও সংলগ্নতা
সুজন ভেবেই জীবনের সমস্ত মুগ্ধতা আমি
এঁকে যেতে চাই ভালোবাসার রঙে আজীবন
ভালোবাসা যতটা গভীর মায়ার
ভালোবাসা ততটা মায়াবী কিন্তু নয়
ভালোবাসাতেই প্রকৃত চিত্ত শুদ্ধি …।