পৌষ মাসে শীতের রাশে
সুখেতে ওম পেতে,
লেপ কাঁথাতে ঢাকার সাথে
আবেশে রই মেতে।
সবার খুড়ি শীতের বুড়ি
ঠকঠকিয়ে লাঠি,
কুটিল হেসে অঘান শেষে
গাড়ছে তাঁর ঘাঁটি।
দুয়ারে শীত গাইছে গীত
বুড়ো বুড়ির দল,
শীতে রাতটা মেলে দাঁতটা
হাসছে খল খল।
মাস অঘানে বিয়ের তানে
যৌবনের গানে,
ষোড়শী বধূ হাসিতে মধু
জড়াতে মন টানে।
দেহের তাপে সোহাগ ঝাঁপে
শীতের সাথে আড়ি,
মধু বাসর রসে নাগর
প্রেম যমুনা পাড়ি।
দারুণ শীতে হয় যে মিতে
প্রেমিক মন দু’টি,
শীতের বুড়ি বলছে ছুঁড়ি
খাসা তোদের জুটি।