শীত বুড়িটা হিমেল রথে
ঘুরে হিমের বেশে,
শীতের চাবুক মারে কষে
বেজায় নিষ্ঠুর হেসে।
অর্ক দ্যুতি নভ ‘পরে
কুয়াশায় রয় ঢাকা,
এপার ওপার যায়না দেখা
লাগে ঝাপসা ফাঁকা।
ঠকঠক করে কাঁপে মানুষ
তাকায় সূর্য পানে,
উদয় হলে রৌদ্র তাপে
পাবে আরাম প্রাণে।
এসো ভানু বীরের বেশে
ঢালো উত্তাপ তেজে,
ওমের পরশ দাও ছড়িয়ে
প্রখর রূপে সেজে।
রবির তাপে শক্তি স্বস্তি
মেলে শীতের বেলা,
তাইতো বলি, হে সবিতা
দাও উষ্ণতা মেলা।