শীত মানেই লেপ কম্বল
শীত মানেই সবজির দল।
মটর শাক সর্ষে শাক
সবাই মিলে পেট পুরে খাক।
দুঃখ হয় ভোর বেলাতে
কম্বল ফেলে বিছানা ছাড়তে।
ঠান্ডা এসে চেপে ধরে
হাড় কাঁপিয়ে যায় ঘুরে।
শীত মানেই পৌষ পার্বণ
বাঙালি ঘরে পিঠের প্লাবন।
শীত মানেই বনভোজন
সকলে মিলে আনন্দক্ষন।
শীত মানেই ঘোরাফেরা
ঘর ছেড়ে বেরিয়ে পড়া।
সকাল সন্ধ্যা নিয়ম করে
বনফায়ার ঘরে ঘরে।
দীন দরিদ্র লোকের কাছে
শীত ঋতু বড়ই বাজে।
শীত কালটা তাদের জন্য
নিদারুণ কষ্ট শীতবস্ত্রের জন্য।