কুলীন শিক্ষা!
কুলীন বিশ্ববিদ্যালয়!
কুলীন ছাত্র!
কৌলীন্যের অভাব শুধু মানসিকতার।
চাই না এমন কৌলীন্য,
যেখানে প্রতিটা ইট অপরাধীদের কথা বলে।
স্বেচ্ছাচারিতা ছড়িয়ে ছিটিয়ে,
তীক্ষ্ম মস্তিস্কে অপরাধ পোকার কিলিবিলি।
কুলীন শিক্ষার দাদাগিরি, অবহেলে
রক্তের প্রবাহ ঢালে।
নেই কোনো অভাব, নেই কোনো প্রতিকূলতা,
তবু শিক্ষার কৌলীন্যের আঁতুর ঘরে জন্ম নেয় অপরাধ।
চাই না শিক্ষা আমি।
কৌলীন্যতার মূল উৎপাটন করে,
দিকে দিকে ফলাতে চাই মানবিকতা।