শিক্ষা জ্বালায় জ্ঞানের আলো
আমরা সবাই মানি,
আঁধার কালো নাশ করে সব
বলেন সকল জ্ঞানী।
মূর্খ যারা সদাই তারা
মিছেই দম্ভে মরে,
আপনাকে জ্ঞানী ভাবে
অহঙ্কারে ভরে।
অল্পজ্ঞানী গদীতে বসে
ছল চাতুরী করে,
আমজনতার রক্ত চুষে
টাকার পাহাড় গড়ে।
মিছরি কথায় মন ভুলিয়ে
নেতা সাজে যারা,
দেশের ভালো চায়না কভু
মীরজাফর যে তারা।
সত্যিকারের জ্ঞানী যারা
শিক্ষার আলো নিয়ে,
নেতা যদি হতেন দেশে
জ্বলতো সুখের দীয়ে।
অরাজকতা দেশ ছেয়েছে
মূর্খ নেতার কাজে,
জনতা যদি জাগে তবেই
দেশের কল্যাণ রাজে।