পুরুলিয়ার পথে পথে সাদা কাশের মেলা
শরৎ ঋতুর বার্তা আনে সাদা ঝালর দোলা,
হলুদ বোঁটায় শ্বেত শেফালি গন্ধে ম ম করা,
দিঘির জলে পদ্ম ফুটে অপরূপে ভোলা।
জীবন জাগে পাখির গানে শঙ্খচিলের ওড়া
খুশির মাঝে হারিয়ে যাই শরৎ কালে ভেসে,
পেঁজা তুলো রাশি রাশি নীল আকাশের মাঝে,
আগমনির আগমনে ভোমরা অলি হেসে।
অর্কজ্যোতির মিঠে রোদ্দুর আবেগ দোলায় দুলে
নূপুর ধ্বনি বাজায় শুনি মাতা আসবে দেশে,
দুর্ভোগ এবার দোলায় চেপে মায়ের আসা ঘরে,
ঘরের মেয়ের নিধনে সে, রণচণ্ডী বেশে।
গমনকালে ঘোড়ায় চেপে ছত্রভঙ্গ হবে
এলোমেলো ছন্নছাড়া বিপ্লব ইঙ্গিত করে,
অসুর গুলো বিকট রূপে বিশ্বজুড়ে রাজে,
ত্রিশূল দিয়ে এফোঁড় ওফোঁড় বুকটা চিড়ে ধরে।
শান্তি এনো ধরার বুকে বিচার দিয়ো তুমি
ঘরের লক্ষ্মী বিশ্ব লক্ষ্মী রক্ষা করো আগে,
কু-কর্মের ফল হাতে নাতে, ছেড়ো নাকো মাগো,
বিবেক বুদ্ধি মানবতা সবার আগে জাগে।