মন যদি চাও ত্বরা ছুটে যাও
কেন বৃথা দেরী করো,
জীবে করো সেবা জীব মাঝে দেবা
তাই ভেবে মন ভরো।
এলে যদি ভবে মিছে কেন তবে
মায়া মোহে পড়ে থাকো,
যত আছে কালো মুছে জ্বালো আলো
প্রেম ভাব মনে রাখো।
মনে রেখে লোভ করো নাকো ক্ষোভ
ঘুণে খাবে মন কুরে,
তার চেয়ে চলো হরি কথা বলো
রবে তাতে সুখ জুড়ে।
সাধ যদি জাগে প্রভু প্রেম রাগে
যেতে পারো পুরী ,কাশী,
মন দাও ঢেলে তবে সুখ মেলে
হৃদি মাঝে আলো রাশি।