শরৎ এলো প্রকৃতি তাই সোনা রোদে ভাসে
আকাশ উজল লাগে,
পুজো গন্ধ বাতাস সাথে সুখ আনন্দ বহে
মনে হরষ জাগে।
মাঠে মাঠে কাশের চামর ঢেউ খেলিয়ে দোলে
পদ্ম ফোটে জলে,
অমল ধবল ভেলা ভাসে নভ মেঘের কোলে,
সুদূর গগন তলে।
প্রভাত বেলা ঘাসের ডগে শিশির বিন্দু সাজে
শিউলি পড়ে ঝরে,
অর্ক দ্যুতির ছটায় শিশির হীরক হয়ে রাজে
শারদলক্ষ্মী তরে।
শাপলা শালুক দিঘির জলে খেলে দুলে দুলে
প্রস্ফুটিত রাশে,
নীল পাখনাতে উড়ে ভ্রমর ঘুরে পুষ্প বাগে
পরিমলের আশে।
কচি ধানের মাথায় শ্যামা পাখি সুখে নাচে
হৃদি খুশি দেখে,
ঊড়ে বছড়ায় প্রজাপতি বাতাস সাথে ভেসে
পাখাতে রঙ মেখে।
উদাস বাউল চলে হেঁটে একতারাটি নিয়ে,
মিষ্টি মধুর সুরে,
আলের পথে আপন মনে গানের তালে মেতে
যায় হারিয়ে দূরে।
ভরা নদী জলে মাঝি চলে বৈঠা বেয়ে
ভাটিয়ালি গেয়ে,
বেণু হাতে রাখাল ছেলে ধেনু্র সাথে সাথে
চলে মাঠে ধেয়ে।
পুজো গন্ধ বাতাস সাথে সুখ আনন্দ বহে
মনে হরষ জাগে।