মর্ত্যভূমির শয়তান,
নাম তার তালিবান।
নারকীয় দাপাদাপি,
আফগানিস্তান শ্মশান!
গোলাগুলি মুখের বুলি,
রক্ত দিয়ে খেলে অকাল হোলি,
নারীমাংসে জিভে জল,
তারা নাকি ছাত্রদল!
এমন হল দিনকাল,
শয়তানের মুখে শান্তির বোলচাল,
ঈশ্বর কোথায় লুকিয়ে,
তিনিও কি ছাড়লেন হাল!
বিশ্ব আজ ফিরিয়েছে মুখ,
আফগানদের আজ শুধুই দুখ,
তালিবান আছে তালিবানেই,
ভবিষ্যৎ কারও জানা নেই!
বিভিন্ন শক্তি মাপছে জল,
ওদিকে চলছে মৃত্যুর ঢল,
মানবতা আজ একদম অচল,
কলম তুই অন্তত কিছু বল্।
আখের গোছাতে আফগানভূমে আসা,
স্বার্থ ফুরোলেই বিপদে ঠাসা,
এই রাজনীতি ভীষণ সর্বনাশা,
সব আশা আজ হল নিরাশা!