প্রতিশ্রুতি বদ্ধ অন্যের কাছে জানিয়েছিলে তুমি মাত্র কয়েকটি বাক্যে…
কলম আর মন দুটি এক নয়,
ভালো করেই জানো…
চাইলে যা খুশি লিখতে পারি,
কিন্তু অনুভূতির অন্তরালে যে শব্দগুলি প্রতিনিয়ত একটু একটু করে জীবন্ত হয়ে উঠছে…
তার কি হবে?
কিসের এতো যন্ত্রণা,
কিসের এতো উন্মাদনা…
বাইরে এসে দেখো,
তোমার ঘুমন্ত অভিসার জেগে উঠেছে,
তোমার গোপনের ঝড় থেমে গেছে।
পারবে তুমি ?
আজ কবিতায় স্পষ্ট জানাতে বলো,
জানি পারবে তুমি…
নির্বাক চাউনিতে শেষ কথা জানিয়ে ছিলাম…
বন্ধুত্বের দাবি,
হয়তো ভুল আমার ,
কি জানি…
তোমার ঐ কন্ঠস্বর স্বপ্নের শরিক তাই রোজ রজনী।