শব্দগুলো ঝাপসা ভীষণ ,
লুকিয়ে বাঁচে চুপিসারে ।
পথ ভোলা এক পাগোল বাউল ,
আগলে বাঁধে একতারে ।
বর্ণ যখন আদুল গায়ে ,
এদিক ওদিক ঘরছাড়া ;
কুড়িয়ে এনে একটি করে
বাবুই গড়ে উল্টো ঘড়া ।
ঘুমের ঘোরে যখন তুমি ,
ভয়ার্ত এক স্বপ্নের লাশ ;
শব্দ তখন আলিঙ্গনে ,
নতুন দিশায় ধরুক রাশ ।