শব্দের সম্ভার নিয়ে বসে আছে ধূসর পান্ডুলিপি,
বলিরেখার গভীর অনুচ্ছেদে অনুচ্চারিত সহজপাঠ,
ভষ্মীভূত মন ছুঁয়ে উঠে আসে অনর্থক প্রলাপ,
অনুভূতিরা বেঁচে থাকে অন্তঃস্থ দুর্বল বিশ্বাসে,
মরীচিকার অলীক কল্পনায় সাজিয়ে রাখে লক্ষমাত্রা।
বাস্তবের সাতকাহন লুকিয়ে আছে চিলেকোঠার নিরিবিলিতে,
গলিঘুজির আঁধারে কাঁদে বিবর্ণ বর্ণমালার মিছিল,
অস্তিত্বের সুরভিত ঘ্রাণে মুখর ধূলিকণাময় গৃহকোণ,
পরিত্যক্ত আলোর খোঁজে খোঁজে দেওয়ালের ফাটল,
পরিচর্যার ঘুণে ধরা শিকড়ে জমে উঠেছে বল্মীক ঢিপি।
চেতনার আনাচে কানাচে ঘুরঘুর করে বিষাক্ত দংশন,
চোরাবালির আবর্তে কুঁকড়ে উঠে মর্মন্তুদ যন্ত্রণা,
অতৃপ্ত পঠনপ্রক্রিয়া মিথ্যেসুখ সারে শব্দের অবগাহনে,
তবু শ্যাওলার সবুজে খোঁজে সজীব শব্দভাণ্ডার।