মধ্যরাতে সেই দিন কারা এসে বলেছিল ডেকে
চল যাই শবের মিছিলে
জ্যো্ৎস্নার কফিনে পুরে কারা আজো নিয়ে যায়
হৃদয়ের লাশ
লাশের পাহাড় জমেছে, বাতাসের সাথে মিশে
পুঁতিগন্ধ করা নাড়ে ঘর থেকে ঘর
স্তব্ধ হয়েছে সামুদ্রিক উচ্ছ্বাস
এ এক যেন নষ্ট ফলে ঠোঁট দিয়ে বলেছিল
এভাবেই কারা সব উঠে আসে
দাবি করে একদিন তারা নাকি যথার্থ স্বপ্নের মত ছিল
হাড়গিলে সেই সব লোক দেখে
আমার বিশ্বাস সব চূর্ণ হয়ে যায়
আমার প্রতিটি দিন
কি এক ব্যাথায়
পথের নিশানা খুঁজে
হেঁটে হেঁটে ফিরে যায় বৈরাগ্য সূদুরে
এখনো শীতের কোলে তেমনি গভীর আছে ছায়া
এখনো শানায় ছুড়ি আঁধারে আড়াল থেকে একজন কেউ
কেউ তো বলেনা ভুলে সব লাশ জড়ো করে আগুন জ্বালালে
আলোকিত পাখি হয়ে উড়ে যাবে রাতের বাগান।