লোকটা হঠাৎ থমকে দাঁড়ালো
চমকে চেয়ে রইল সম্মুখ প্রান্তে
চলার পথ হয়েছে রুদ্ধ
জীবন হারিয়ে গেছে নব প্রভাতের আগে
তবু্ও পাখির কাকলি শোনা যায়
বনবীথি পাশে ,
তবুও নদী বহে কুলুকুলু ঢেউ তুলে ।
নিঃসঙ্গ বিহঙ্গ সম দাঁড়িয়ে লোকটা
মুখশ্রীটা বিশ্রী ; উঁকি মারে
দুর্ঘন্ধ ছড়ায় চারপাশ ।
অন্তিম দিশারীর মতো নীলধ্বজের পানে
কি খোঁজে বারবার…
হারিয়ে গেছে যে জীবন তমসায় ,
ব্যর্থতার বোঝা কাঁধে
ফিরে চলে বারবার।
ঝরে গেছে মুকুল , সময় হয়নি তখনো ,
কেন গেল ঝরে…. ক্ষুব্ধ মুখশ্রীটা
তখনো দাঁড়িয়ে পাথর সম ;
নিস্তব্ধ তমসা ; মুখশ্রীটা
কালো হয়ে একদা হারিয়ে গেল ।
Beautiful