লেখনি আমার নয় সে তো ভাই
শৌখিন মজদুরি,
লেখনি আমার নয় সে কবিতা
দেখাতে বাহাদুরি।
লেখনি আমার নিঃস্ব মানুষের
ঘোচাতে অশ্রুজল,
লেখনি আমার অসহায়-বুকে
জোগাতে শক্তি-বল।
লেখনি আমার প্রতিবাদী ভাষা
অন্যায় অবিচারে,
লেখনি আমার আগ্নেয় স্ফুলিঙ্গ
অত্যাচারীর গড়ে!
লেখনি আমার ভন্ড শাসকের
মুখোশ খুলে দিতে,
লেখনি আমার অনাথ-আতুরে
আপন করে নিতে।
লেখনী আমার গর্জায় দেখে সে
নিষ্ঠুর-স্বৈরাচারী,
লেখনি আমার হয়ে ওঠে সে
ক্ষুরধার তরবারি।
লেখনি আমার বৈশাখী-ঝড়,
কখনো সুপ্ত লাভা,
লেখনি কখনো মুক্তির আশ্বাস,
কখনো বজ্র-আভা!