খান সেনাদের আক্রমনে রক্তিম বাংলাদেশ,
একাত্তরে বিভীষিকার শিউরে ওঠা রেশ।
আজও অন্তর জ্বলে ওঠে পড়লে মনে সেদিন,
বাংলার কত তরুণ প্রাণ হয়েছিল রক্তে রঙিন।
জ্যোৎস্নার কোলে রক্তের উল্কা যুদ্ধের আবেশ,
মুহুর্মুহু গ্ৰেনেট ছুঁড়ছে পাক সেনাদল অশেষ।
রক্তস্নাত বইছে রাস্তায় কত প্রাণ বলিদান,
বীর বাঙালি দেখিয়ে দিয়েছে বাংলা তাঁদের প্রাণ।
বাংলা মায়ের সন্তান তাঁরা করতে শৃঙ্খল মোচন,
বঙ্গবন্ধুর এক ডাকে দেশ বাঁচাতে করে উৎসর্গ জীবন।
এগারো দিন হয়েছিল যুদ্ধ নাওয়া খাওয়া ভুলে,
ছিনিয়ে এনেছিল স্বাধীনতা তাঁরা বিজয় পতাকা তুলে।
বুলেট, গ্ৰেনেট সামনে লড়েছে অসীম সাহস বলে,
ভয়ডরহীন দুর্বার হয়ে খেদিয়েছে পাকি-দলে।
শহিদ হয়েছে হাসি মুখে সবে মা’র কোল খালি করে,
লাল সবুজের স্বাধীন কেতন উড়ছে তাই দেশভরে।
বাংলাদেশের সৃষ্টি ইতিহাসে লেখা আছে তাঁদের নাম,
মুক্তিযুদ্ধে শহীদ হয়েও মুক্ত করেছে মাতৃ ধাম।
ষোলো ডিসেম্বর আজকের দিনে বাংলার প্রতি জনে ,
লাল সবুজের পতাকা উড়ায় শহিদ স্মরণে ।