আরও মগজ গভীরে যাবো ?
নাকি এক কদম আগের ছলাৎছল হৃদয় হ্রদে
একই শব্দের সকাল থেকে রাত্রির
বহুরূপী বর্ণ ভাসাবো ?
ভাবতে ভাবতেই বুড়িয়ে যাচ্ছে
কবিতার পেখম ভোরের আদিম প্রতিভা ।
গদ্যের মুক্তমঞ্চে গুটিপোকার মতো
গুটিয়ে নেবো দুরূহ আঙ্কিক কিছু অক্ষর শরীর ?
নাকি ছন্দের বৃত্ত বৃক্ষের স্বচ্ছল বৃন্ত
ফোটাতে ফোটাতে এক ছাদ জ্যোৎস্নার হাসি হবো
মাথার উপর দিয়ে বেরিয়ে যাওয়া
কবিতা বিমুখ বিশুদ্ধ পাঠকের মুখে ?
দ্বন্দ্বের দোটানার তারে সমান্তরাল
সুখের সৃজন সন্ধানে অস্থির আছি ।
ওই তো সংশয় সমাধানে আপামর রবীন্দ্রনাথ
চিরনতুন লাইটহাউস হাতে আজানুলম্বিত ।
আসুন , যাই তাঁর কাছে ।