ডাকার মতো ডাকলে পারি উপচে দিতে মন
ঈষাণ কোণে মেঘ গলিয়ে বৈশাখে শ্রাবণ ।
কৃপণ সুরে স্বর লাগালে ফোটে না সরগম
মনের ঠোঁটে মন ডোবালেই শরীরে শবনম ।
বিছিয়ে আছি বুকের ভিতর পালের পরাগধানি
নোঙর -মাটির প্রেম জাগালে ফুলের বাগানদানি ।
প্রবল টানেই গড়িয়ে পড়ে পাহাড় থেকে নদী
তেমন টানে টানলে ভূয়ো কিংবা কিন্তু যদি ।
টানটি আসল , রোদের মতন বাড়িয়ে রেখো হাত
ডাকবে যখন তখন যাবো , ছায়ার সুপ্রভাত।