ঝিকঝিক রেল গাড়ি
ধোঁয়া তুলে ধায়,
ছোটো ছোটো ছেলেমেয়ে
বিস্ময়ে চায়।
ধান জমি পাশ দিয়ে
রেল পথে বেঁকে,
হেলে দুলে যায় চলে
দেখি দূর থেকে।
কয়লার ইঞ্জিনে
তুলে কালো ধোঁয়া,
সিটি দিয়ে দূরে চলে
প্রাণে দিয়ে ছোঁয়া।
লোকজন চড়ে সবে
যায় নিজ ধামে,
রীতি মেনে রেলগাড়ি
স্টেশনেতে থামে।
ভিনদেশে বহুদূরে
ছুটে চলে গাড়ি,
রেলে চড়ে দূর দেশে
দিতে পারো পাড়ি।