রূপসার কূলে ছিলে এলো চুলে
কলসী কাঁখে ধরে,
ভরা ছিল জল করে টল মল
যদি ছলকে পড়ে।
দীঘল চাহনি অরূপ লাবনী
কানে ঝুমকা দুলে,
সবে দেখে চেয়ে রূপসী যে মেয়ে
সকলকিছু ভুলে।
রূপসার তীরে নাউ আছে ভিড়ে
দেখিছে আঁখি যত,
কে এ দেববালা রূপে ভরে ডালা
মুগ্ধতা যে কত।
মেঘ কালো কেশ সুচারু সুবেশ
নুপূর রাজে পায়ে,
মধুর ধ্বনি উঠে রনরনি
ছড়ায় দূরে বায়ে।
আসমানী নীল শাড়িতে তাঁহার
হাজার তারা বুটি,
গলে শোভে তাঁর সীতাপাটি হার
বুকেতে পরে লুটি।
রূপসা নদীর প্রথম বাঁকেই
যুথির সাথে দেখা,
হারালো যে মন সেদিন তখন
ললাটে ছিল লেখা।
বহুদিন ধরে হৃদয়ের ঘরে
ঠাঁই দিয়েছি যারে,
আজ প্রেম ভরে হাত খানি ধরে
আপন করি তাঁরে।