তীব্র দহনে একটু স্বস্তির
বৃষ্টির খোঁজে বঙ্গবাসী,
বৈশাখ ধরেছে রুদ্র রূপ
ফুটিফাটা জমি বিমর্ষ চাষি।
আতপ ক্লিষ্ট প্রকৃতি ঝলসায়
তরু লতা গুল্ম ম্লান অসহায়,
রবির কিরণ আগুনের গোলা মত
করছে রিক্ত জীবকুল যে হায়।
বইছে লু আগুনে বাতাস
মরু সম উষ্ণতা রাজে সারাক্ষণ,
ওষ্ঠাগত প্রাণ করে আনচান
ঠান্ডা জল পানে স্বস্তি কিছুক্ষণ।
নদী খাল বিল শুকিয়ে জীর্ণ
পথিকের চোখ মরীচিকা দেখে,
একটু বৃষ্টির তরে ধরাতল
নভে রয় চেয়ে হৃদে আশা রেখে।
কালবৈশাখী বুঝি হারিয়েছে পথ
জমছে না কালো মেঘ পশ্চিমাকাশে,
ভাবনা এখন এর হেতু কী?
বৃক্ষচ্ছেদনেই কি ভোগান্তি এত রাশি!