রাস্তার ছেলে পচাই, হয়েছে রাস্তায়
ওর মা,কাগজ কুড়োনি হারানো মনির মতো
কাগজ, পলি প্যাক ঢোকায় বস্তায়।
কে ওর বাবা ওর মা ও জানে না, হয়তো শীতের রাতে
কাঁপতে কাঁপতে ঢুকেছিল ওর মায়ের কাঁথাতে
শরীর গরম করার কসরতে, জন্ম ওঁর ফুটপাতে।
খাদ্য নেই, খোঁজে স্টেশন চত্বরে, বাতানুকূল কামরা
থেকে ছুঁড়ে ফেলে লুচি আলুর দম। প্রতিযোগি কি কম? সঙ্গে আছে হাড়গিলে শিশু ও কুকুর ।
মনুষ্য জীবের মগজ খুঁজে নেয় ছিটকে পড়া আলুটা, কুকুর মারামারি করে পাতা নিয়ে।
হাড়গিলে শিশু, কিছু না পেয়ে,বুকটা করে ধক্ ধক্, মনটা ভরে ওঠে কান্নায়।
যে আধ খাওয়া খাবার ফেলেছিল,
সে ওকে দেখে মুখঘুরিয়ে নেয় ঘেন্নায়।
ওর খিদের কথা কেউ ভাবে না ।কিন্তু ওর আছে বিরাট স্বপ্ন।
সকাল বেলা মায়ের কোলে শোওয়া,একখানা ঘর, বেড়ার দেওয়াল, ছাউনি পলিথিনের।
একটা কাসিতে করে মা খেতে দেবে পান্তা, জল বেশি তায় হোক না ভাত অতি অল্প।
না জানা এক বাবার ফেরা মুখটি বড়োই শ্রান্ত,
গরম ভাতের গন্ধে যে তার মনে জাগে স্বপ্ন , মাকে বলে,
পান্তা ভাতের চেয়ে কি ভালো গরম ভাতের গন্ধ?
স্বাস্থ্য বিধি,পড়াশুনার নাই যে কোন বালাই,
দিনের বেলায় খোঁজাই যে সার, বাবার দেখা নাই।
রিক্সা ওলা, ঠেলা ওলা যদি বকে ধায়,
পচাই ভাবে এমনতরো বাবা কি হয়?
রাতের বেলায় ফুটপাতেতে মায়ের কোলে শোওয়া।
নাওয়া খাওয়া শৌখীনতা,সেথায় নেইকো লড়াই,
হেথায় আছে শুধু মরার সামিল বাঁচাই।
ওর বয়সী ছেলে–স্কুলে গেলে,পচাই ভাবে হোথা গেলে ,
খাওয়া যে অনেক মেলে।জানে না সবে,ওখানেতেচোর
যে আছে ঠাসা, নিচ্ছে ভরি ঝুড়ি ঝুড়ি।
হিসাব দিচ্ছে তালিকা ভরি,করতে কি চায় পুকুর চুরি?
বিদ্যালয়ের মিড ডে মিলের তালিকা মোটা মোটা!!!
নামে মাত্র খাদ্য মেলে জানো কি তোমরা সেটা?