মজারুদার শখ জেগেছে
কঙ্কাল জামা পরে,
সবাই কে সে ভয় দেখাবে
থাকবে না তো ঘরে।
চাঁদনী রাতে মজারুদা
গেল জলার ধারে ,
পিছনে থেকে যেন কেউ
তাকে ধরে মারে।
জলের ভিতর কিসের ছায়া
রাম রাম রাম জপ করে,
কেঁদে বলে ভূত পেত্নীর ভয়
যাবে এবার ঘরে।
ভয় দ্যাখাতে গিয়ে দাদা
নিজেই দেখি ভীত,
নাকি সুরে কঙ্কাল বলে
আমরা সবাই মৃত।