রোদ বৃষ্টির যুগল খেলায়,
সাতটি রঙের বাহারি মেলায়,
রামধনু রঙ ছড়ায় দ্যুতি
ভুবন মাঝে ছড়ায় জ্যোতি।
মেঘের কোলে ধনুর মত
রঙের ঝিলিক লাগায় কত,
অপরূপ শোভায় প্রকাশ হেন
নভে আলোর রোশনাই যেন।
ভূলোকে তার প্রভার ছায়া
মনে জাগায় কল্প মায়া,
স্রষ্টার এমন সৃষ্টি মনোরম
মোহিত জগৎ বিহ্বল পরম।
দৃষ্টি কাড়ে রঙের সাজে
রক্তিম সাথ হরেক রঙ রাজে,
বেগুনি রঙের উজ্জ্বলতায়
রামধনু দেখে মন ভরে যায়।
দূর গগনে মন শুধু ধায়
স্নিগ্ধ জাগতিক আলোক ছটায়,
দীপ্ত রাগে আবেশী মনোরথ
অপলক লাগে নভে ছায়াপথ।