অনেক দিনের সুপ্ত ইচ্ছে
করবে বনে রাজ,
ফন্দি এঁটে ব্যাঘ্রমামা
ডাকলো সভা আজ।
ঢোলের বাদ্যি দম দমাদম
হঠাৎ বনের মাঝ,
চমকে পিলে পশুদের ছুট
ফেলে সকল কাজ।
ব্যাঘ্র মামার আজব শখে
সবার লাগে তাক্,
পশুরাজ হন রেগে আগুন,
স্পর্ধাটা তোর রাখ্ ।
পুঁচকে ছোঁড়া সেদিনের তুই
রাজা হতে চাস !
ঘাড়টি মটকে ঘুচাবো তোর
রাজা হবার আশ ।