রাজার নামে বললে কথা
তোতায় আনে ডাকি,
শেকল খুলে উড়িয়ে দিলে
উড়ে যে যায় পাখি।
তোতা পাখি পোষ মানা সব
রাজার কথায় চলে,
ফন্দি করে বন্দী করে
রাজার শত্রু দলে।
এমনি করে শত্রুরা তার
জব্দ তোতার বলে,
রাজামশাই বশে রাখেন
শত্রুদের কৌশলে!
তোতা পাখির জোরে চলে
রাজার আধিপত্য,
ভয়ে কেউ আর মুখ খোলে না
মিথ্যে নয় যে সত্য?
রাজার তোতার ভয়ে কেউ
মুখ খোলে না প্রজা,
যেখানে যাও,সবার মুখে
চুষি কাঠি গোঁজা।