সবুজ ছায়া নিবিড় মায়া
মুগ্ধ করে প্রাণ,
রাঙামাটির মধুর ছোঁয়ায়
মায়ের স্নেহের ঘ্রাণ।
স্মৃতি মেদুর শিশুবেলা
পাঠশালেতে ধায়,
দু’পাশে তার বনানীতে
শ্যামলিমা ছায়।
সুকুমারের আবোলতাবোল
সরব পাঠের দিন,
শিশুমনে আজো আঁকা
রাঙামাটির ঋণ।
পলাশ শিমুল আলোয় ভরে
রাঙামাটির পথ,
শৈশব সেথা ওড়ায় ঘুড়ি
চড়ে স্বপ্নের রথ।
গাঙফড়িং এর পিছু ধাওয়া
মধুর শৈশব ক্ষণ,
বুকের ভাঁজে যত্নে রাখা
সবার সেরা ধন।
শৈশব হাঁটে স্মৃতির বাটে
কলকণ্ঠে রব,
কাঁধে সবার পুস্তকের ভার
কোথায় গেলো সব?
রাঙামাটির পথটা গেছে
কোন্ সে অচিন পুর,
উদাস বাউল একতারা তে
তুলতো মধুর সুর।