এসো গো বন্ধু হাত বাড়াও দেখি
তোমার হাতে পড়াই আমার বানানো রাখী।
এ ভালোবাসার ডোর সামান্য সুতলি হতে পারে
এর জোর এমন লক্ষ বাঁধন টপকাতে পারে।
রাখী সৌভ্রাতৃত্বের বন্ধন হতে পারে
নানা জাতি ধর্মের ও কেউ আপন হতে পারে।
কৃষ্ণের হাতে দ্রৌপদী রাখী পরিয়েছিলেন
বালির হাতে লক্ষী রাখী বেঁধেছিলেন।
যমকে ফোঁটা ও রাখী পরিয়েছিলেন যমুনা
পুরাণ কথায় জেনেছি সকল ঘটনা।
কবিগুরু পরিয়েছিলেন রাখী নজরুলের হাতে
বাঙালির ঘরে রাখী উৎসব শুরু হলো তাতে।
বঙ্গভঙ্গ রদে রবীন্দ্রনাথ সম্প্রীতির জন্য আনেন রাখী উৎসব
দাদা ও ভাইকে রাখী পরিয়ে উপহার পায় বোনরা সব।
বোনেরা মিষ্টান্ন সাজিয়ে প্রদীপ জ্বেলে
ভায়ের দীর্ঘায়ুর আশীষ দেয় ঢেলে।
রবীন্দ্রনাথ বেঁধেছিলেন রাখী দুই বাংলার হাতে
তাইতো রাম -আমিনা ,রহিম -সুমনা সবাই রাখীতে মাতে।
আজ আমি পাঠালাম রাখী সীমান্ত ভাইদের
যারা গুলিবর্ষণে সদা রক্ষা করছে মোদের।