এসে গেছে রাখী উৎসব খোকার চিন্তা তাই,
পরবে রাখী ইচ্ছে যে তার বুনু একটা চাই।
মায়ের কাছে বলে গিয়ে বুনু কেন নাই,
নিয়ে এসো বুনু কিনে চলো আনতে যাই।
মা শুনে কয় এ কী কথা বুনু কোথায় পাই!
বোকার মত বায়না ধরো ভাল্লাগেনা ছাই।
মামার মেয়ে পরি জানবে তোমার বুনু হয়,
পরাবে সে রাখী তোমায় চিন্তা একদম নয়।
পূর্ণিমাতে করবো পূজা আসবে পরি ঘর,
তখন সুন্দর রাখী তোমায় পরাবে হাত ‘পর।
নতুন জামা পরবে দু’জন খেলবে হাসি মুখ,
ঝলমল করবে হাতে রাখী দেখে পাবে সুখ।