রাখি বন্ধনের শুভ উৎসবে এসো সবে
মনের জানালা থেকে নতুনের রোদ মেখে
পারষ্পরিক সৌহার্দ্য বন্ধনে আবদ্ধ রবে।
জীবনের পথে যেন চলি মোরা একসাথে
সুখ দুঃখের কথা ক্ষণিকের নীরবতা
কঠিন সময়ে দৃঢ় ভরসা রাখিস হাতে ।
একটি রাখি সুতোয় বেঁধে দিই হাতে তোর
শুভ হোক সবসময় পূর্ণ হবেই প্রত্যয়
সব বাধা অতিক্রমে আসবে জয়ের ভোর।
বছর আসে বিশ্বাস এই রয়ে যায় মনে
ভাই বোন আছে যত বন্ধনেই অবিরত
পূর্ণ হোক সব ইচ্ছা। এই শুভ ক্ষণে।