দাম বেড়েছে পেট্টোলে’র
একশো নাকি লিটারে,
চড়লে গাড়ি আয়েশ করে
লম্ফ দেবে মিটারে!
পাল্লা দিয়ে ডিজেল বাড়ে
নিচ্ছে কে দায় এবারে?
কেমন আছে আম জনতা
কোন চেয়ারের কেয়ারে?
তার চে’ ভাল গরুর গাড়ি
বায়ু দূষণ থাকবে না,
ইচ্ছে মত সফর করো
টাকা ও বেশী লাগবে না!
কাগজ ঘেটে বিজ্ঞাপনে
খুঁজতে থাকো গাড়োয়ান,
অভাবী’দের উপার্জনে
রাখতে পারো অবদান!