আমার পাড়ার হরেন খুড়ো
বেজায় রসিক লোক
চিড়ে– মধু–চাম্পাকলায়
জলখাবারের ঝোঁক
কলেরাতে–তার বউ মরেছে
বছর দ’শেক আগে
সেই থেকে খুড়ো ভাত ছেড়েছে
বেজায় দুঃখে –রাগে
শতেক কষ্টেও হাসিটি তার
লেগেই রয়েছে মুখে
একলা মানুষ হরেন খুড়ো
ভেঙ্গে পড়েনি দুখে
রসিক মানুষ হরেন খুড়োর
টেকো মাথাটির প’রে
ইরিং– বিরিং-তিরিং- মার্কা
টিকি ডানে–বা’য়ে ন’ড়ে