চেতনে মননে রয়েছে জুড়িয়া
শুধুই তোমার ছবি,
সুললিত ছন্দে শৈশবের চলা
তোমার ছড়াতে কবি।
সরস্বতীর বরপুত্র তুমি যে
অমৃত লেখনী ধারা ,
মুগ্ধ হৃদয় আবেগিক পরশে
পুলকে পরাণ কাড়া।
কাব্য ছড়া ছোটগল্প উপন্যাস
নাটক কৌতুক গানে,
গদ্যে পদ্যে নানা সংকলন সাজে
আবেশ জাগায় প্রাণে।
সীমার মাঝারে অসীম বাহারে
বাজাও আপন সুরে,
গীতাঞ্জলি কাব্যে নোবেল জয়ী যে
ঠাঁই নিলে হৃদি জুড়ে।
সব্যসাচী তুমি কবি কাব্যাঙ্গনে
অতুল রচনা থরে,
সৃজিলে কতনা মধুময় গীতি
তুমি আমাদের তরে।
স্মরণীয় তুমি বরণীয় তুমি
রবে হৃদয়ের ঘরে,
জীবন পথে দিশারী তুমি ওগো
অঞ্জলি চরণ পরে।