প্রতি ২৫শে বৈশাখে আলো আধারি খেলায় জন্মদিন জন্মদিন বলে উড়ে গেলো বন্য এক পাখি ।
গমকে গমকে স্মৃতি উদভাসিত হয় পত্রলেখায় ,
হিংসা আর সন্ত্রাসের মাঝে গোলাপের বাগান ।
গোধূলির মায়াবী আলোয়ে দেখি হরিণীর আঁখি ,
নদীজল ছুঁয়ে নৌকায় বসে শুনি সেই জাদুগান ,
বাতাসে বাতাসে ভাসে গুঞ্জন যেনো বিশুদ্ধ বেহাগ ।
কোন এক আকুলতায় নিমফুল ঝরে মর্মর বেদীতে ,
অন্ধকারে কার প্রতীক্ষায় জ্বলে থাকে চেরাগ ,
বেদনার – ভালবাসার আর প্রতিবাদের আশ্রয় কবিতাতে ।
হৃদি শোনো সেই মর্মবাণী যেনো শব্দের জলপ্রপাত ,
মানবতার দর্শণ পৃথিবীর বুকে রেখেছেন রবীন্দ্রনাথ ।