রথযাত্রা জনশূন্য
লোকজন তো নাই,
কোথায় গেল হট্টগোল
কাঁদতে থাকি ভাই।
ভক্তরাতো লুটায়ে পথে
প্রণাম করে যায়,
জগন্নাথ মাসীর বাড়ি
রথে যাচ্ছে তায়।
বলরামের রাগ হয়েছে
লোকজন যে নাই,
সুভদ্রার মনখারাপ
ভজন গীত গাই।
কতক লোক রথটি টানে
লম্বা রশি দিয়ে,
নিরানন্দ রথযাত্রা
মজা নেই যে গিয়ে।